নোয়াখালীতে ব্রি ধান ১০৩ ধানের মাঠ দিবস

4 hours ago 3

নোয়াখালীর সুবর্ণচরে নোয়াখালী জেলার সুবর্ণচর উদ্ভাবিত ব্রি ধান ১০৩ জাতের নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সুবর্ণচর উপজেলার চরজুবলী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ সভাপতিত্ব করেন। আর  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি সোনাগাজীর প্রধান ও সিএসও ড. আমিনুল ইসলাম।

এ ছাড়া এ মাঠ দিবসে আরও উপস্থিত ছিলেন এসও সানিয়া তামান্না ও মো. নিবির হাসান । এতে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক ।

মাঠ দিবস থেকে জানানো হয়, ব্রি ধান ১০৩ জাত গত আগস্ট মাসে বন্যা আক্রান্ত হওয়ার পরেও হেক্টরে ৬ দশমিক ৪ টন ফলন দিয়েছে।

অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেয় এবং ভবিষ্যতে এই অঞ্চলে ভারতীয় স্বর্ণা ধানের পরিবর্তে ব্রি ধান ১০৩ চাষাবাদের আশা ব্যক্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, এ অঞ্চলে কৃষির উন্নয়নে কাজ করছি এবং করে যাব।

তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সচেতন হোন তাহলেই কৃষির উন্নয়ন হবে বলে বিশ্বাস করি।

Read Entire Article