নোয়াখালীতে মাদক মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

2 days ago 4

নোয়াখালীতে নারীসহ চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিশেষ জজ আদালতের বিচারক (জেলা জজ) মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাহার (৪৬), তার স্ত্রী নার্গিস আক্তার (৩৭), শাহজাহানের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও আনোয়ারের ভাই শহিদ উল্যাহ (৩৪)।

নোয়াখালী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তাফাক্কার হোসেন মো. খায়রুল ওয়ালা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামে অভিযান চালায় কবিরহাট থানা পুলিশ। অভিযানকালে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশের সহযোগিতায় বাহারের ঘর থেকে তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে বাহার, আনোয়ার ও শহিদ ঘরে রেখেছিলো বলে আটক নার্গিস জানালে পুলিশ পরবর্তীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করে। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তাফাক্কার হোসেন মো. খায়রুল ওয়ালা। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট আবদুল হক।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

Read Entire Article