নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু বুধবার

4 months ago 45

‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ শুরু হচ্ছে বুধবার (৭ মে)। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ। নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

Read Entire Article