নৌকা ডুবে প্রাণ গেল ২ কৃষকের

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরের পদ্মা নদীর শাখায় (ক্যানাল) এ নৌকাডুবির ঘটনা ঘটে।  তারা হলেন- মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)। স্থানীয়রা জানান, প্রতিদিন রশিদ, মামুন, শরিফুল ও ইউসুফ পদ্মা নদীতে জেগে ওঠা ইসলামপুর চরের আখ ক্ষেতে কাজ করতে বের হয়। আজ সকালে তারা চারজন মামুনের ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন। মাঝপথে এসে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতারে তীরে ওঠে। বাকি দুজন কৃষক নদীতে ডুবে যায়। স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে। জীবিত ফেরা শরিফুল ইসলাম বলেন, আমরা ডিঙি নৌকাতে ৪/৫ জন প্রতিদিন এভাবেই নদী পার হই। পারাপারের মাঝপথে আমি নৌকার মালিক মামুনকে বলি, নৌকা দুলছে কেন? মামুন বলে, কোনো সমস্যা হবে না। তার কিছুক্ষণ পরেই নৌকা ডুবে যায়। সাঁতার জানায় আমরা উঠে আসি, বাকি দুজন ডুবে যায়।  ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, মঙ্গলবার সকাল ৬টার দিকে ডিঙি নৌকাযোগে চার কৃষ

নৌকা ডুবে প্রাণ গেল ২ কৃষকের

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরের পদ্মা নদীর শাখায় (ক্যানাল) এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

তারা হলেন- মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)।

স্থানীয়রা জানান, প্রতিদিন রশিদ, মামুন, শরিফুল ও ইউসুফ পদ্মা নদীতে জেগে ওঠা ইসলামপুর চরের আখ ক্ষেতে কাজ করতে বের হয়। আজ সকালে তারা চারজন মামুনের ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন। মাঝপথে এসে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতারে তীরে ওঠে। বাকি দুজন কৃষক নদীতে ডুবে যায়। স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে।

জীবিত ফেরা শরিফুল ইসলাম বলেন, আমরা ডিঙি নৌকাতে ৪/৫ জন প্রতিদিন এভাবেই নদী পার হই। পারাপারের মাঝপথে আমি নৌকার মালিক মামুনকে বলি, নৌকা দুলছে কেন? মামুন বলে, কোনো সমস্যা হবে না। তার কিছুক্ষণ পরেই নৌকা ডুবে যায়। সাঁতার জানায় আমরা উঠে আসি, বাকি দুজন ডুবে যায়। 

ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, মঙ্গলবার সকাল ৬টার দিকে ডিঙি নৌকাযোগে চার কৃষক পদ্মা নদীর শাখা (ক্যানাল) পেরিয়ে আখ ক্ষেতে কাজ করার জন্য যাচ্ছিলেন। নৌকাটি ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাধু সাঁতরে কিনারায় উঠে আসে। তবে সাঁতার না জানায় আব্দুর রশিদ ও মামুন হোসেন নামের বাকি দুজন কৃষক মারা যায়। 

লক্ষীকুন্ড্রা নৌ-ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, ডিঙি নৌকা পারাপারের সময় দুজন কৃষকে মারা গেছেন পরবর্তীতে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow