নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থান তালতলা বাসস্টান্ডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্ট কর্মকর্তা লেঃ কমাঃ আমিনুল হক,(জি), বিএন এর নেতৃত্বে পাথরঘাটা - বরগুনা সড়কে বিভিন্ন পদবীর ১৫ সদস্য বিশিষ্ট ২ টি সেকশন ও পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ৪ জন পুলিশ সদস্য দ্বারা যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানকালে মোট ৫৫টি মোটরসাইকেল, ৬টি মাইক্রোবাস, ৩টি বাস, ৪টি ট্রাক তল্লাশি করা হয়। চেকপোস্ট অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ১৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। নৌবাহিনী ও পুলিশের যৌথ

নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থান তালতলা বাসস্টান্ডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্ট কর্মকর্তা লেঃ কমাঃ আমিনুল হক,(জি), বিএন এর নেতৃত্বে পাথরঘাটা - বরগুনা সড়কে বিভিন্ন পদবীর ১৫ সদস্য বিশিষ্ট ২ টি সেকশন ও পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ৪ জন পুলিশ সদস্য দ্বারা যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।

চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানকালে মোট ৫৫টি মোটরসাইকেল, ৬টি মাইক্রোবাস, ৩টি বাস, ৪টি ট্রাক তল্লাশি করা হয়।

চেকপোস্ট অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ১৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনী ও পুলিশের যৌথ এই তৎপরতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।

অভিযান শেষে নৌবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্ট কর্মকর্তা লেঃ কমাঃ আমিনুল হক, (জি), বিএন বলেন, “নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow