নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

3 weeks ago 10

মেঘনা নদীতে লাইটার জাহাজের সাতজনকে খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চলা নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে কর্মবিরতি স্থগিত করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এ কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা।

সাত খুনের ঘটনার পরপরই প্রশাসনের কাছে চার দফা দাবিতে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল নৌযান শ্রমিক ফেডারেশন। সাত খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার, নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলে নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম বলেন, মেঘনা নদীতে জাহাজের সাতজন শ্রমিককে হত্যার ঘটনায় চার দফা দাবি জানিয়েছিলাম। এখন বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে ডিজি শিপিং আমাদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেছেন। দেশের স্বার্থে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article