ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৩০ শিক্ষার্থী

1 hour ago 4

ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিতে এসেছেন আহত হওয়া ৩০ শিক্ষার্থী। এরা সবাই কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় ডা. মাহবুবুর মোল্লা কলেজের সামনে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের এ সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮), রাজিমক (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩), রাতুল (২১),  শফিকুল ইসলাম (২৬) মেহেদী হাসান (২৪),  সজিব বেপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪), সিয়াম (১৮)সহ তালিকার বাইরে মোট ৩০ জন।

চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের বিষয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাহমুদ বলেন, আমাদের কাছে চিকিৎসা নিতে এখন পর্যন্ত ৩০ শিক্ষার্থী এসেছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ১০ জনের ভেতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি। তাদের সেখানে ভর্তি হতে হবে।

Read Entire Article