ন্যায়পরায়ণ খলিফা আলী (রা.)
ইসলামের মহান চার খলিফার অন্যতম হজরত আলী (রা.)। আহলে বায়াত হিসেবে যাঁদের সম্মান করা হয়, তিনি তাঁদেরই একজন। আলী (রা.) ছিলেন রসুলুল্লাহ (সা.)-এর চাচা আবু তালেবের পুত্র। কন্যা হজরত ফাতেমা (রা.)-কে তিনি আলী (রা.)-এর সঙ্গে বিয়ে দেন। হজরত আলী (রা.) ছিলেন দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা ন্যায়পরায়ণ শাসক। ইসলামি খেলাফতের খলিফা হিসেবে তিনি সুশাসনের যে উদাহরণ রেখে গেছেন তা একাবিংশ শতাব্দীতেও অনুসরণীয়। হজরত আলী (রা.) দেশের জনগণকে ধর্মীয় শক্তির স্তম্ভ এবং শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষাস্বরূপ বলে মনে করতেন। মিসরের গভর্নর মালিক আশতারকে লেখা চিঠিতে তিনি সর্বক্ষেত্রে সুবিচার নিশ্চিত করার তাগিদ দেন। খলিফা হজরত আলী (রা.)