নড়াইল মুক্ত দিবস উদযাপিত

আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা নড়াইলকে সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছিলেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বরের পাশে অবস্থিত ৭১-এর বধ্যভূমি এবং শহরের রূপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা, নড়াইল কারিগরি প্রশিক্ষণ

নড়াইল মুক্ত দিবস উদযাপিত

আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা নড়াইলকে সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছিলেন।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বরের পাশে অবস্থিত ৭১-এর বধ্যভূমি এবং শহরের রূপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্দুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এ বাকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমানসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচিতে দিনটি উদযাপিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow