নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পৌর সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় এনপিপির লোহাগড়া পৌর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এনপিপি নড়াইল জেলার সভাপতি শরিফ মুনির হোসেনের সভাপতিত্বে ও এনপিপি নেতা মো. বদরুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনপিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. বেলাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নড়াইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, এনপিপি লোহাগড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. বদিয়ার রহমান, এনপিপি নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপি নেতা ফিরোজ আহমেদ, আবুল হোসেন চঞ্চল, ফতেমা বেগম, সালমা বেগম ও আফসানা খানম।
সভায় এনপিপির পৌর শাখার সম্মেলন সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় এনপিপি লোহাগড়া পৌর শাখার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।