নড়াইলে ৬ দোকানির জরিমানা, পলিথিন জব্দ

2 months ago 32

নড়াইলে পলিথিন ব্যবহার করায় ছয় দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ কেজি পলিথিন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে এ অভিযান চালোনো হয়।

আদালত সূত্র জানায়, বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ রূপগঞ্জ বাজারে অভিযান চালান। এসময় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ছয় জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

Read Entire Article