সাম্প্রতিক কালে শ্রীলঙ্কায় এক ব্রিটিশ নারী ৪৬ কেজি 'কুশ' নামক ভয়াবহ মাদকসহ ধরা পড়িয়াছেন। অভিযোগ উঠিয়াছে যে, এই মাদক মানব হাড়ের উপাদান দ্বারা নির্মিত। ইহা শ্রীলঙ্কার বিমানবন্দরে কুশ মাদক আটকের বড় ঘটনা। পশ্চিম আফ্রিকায় এই মাদক অত্যন্ত জনপ্রিয় এবং ইহার সেবনে সেইখানে ব্যাপক প্রাণহানি ঘটিতেছে। এই মাদকের উপাদানরূপে মানব হাড় ব্যবহারের অভিযোগ উঠায় সিয়েরা লিওনে কবরস্থানে নিরাপত্তা বৃদ্ধি করা হইয়াছে এবং... বিস্তারিত