পঞ্চগড়ে আজও বইছে মৃদু শৈত্যপ্রবাহ

2 weeks ago 19

পঞ্চগড়ে দুইদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ এর নিচে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে গোটা এলাকা। তবে শুক্রবারের মতো শনিবারও সকালে সূর্যের মুখ দেখা গেছে। ঝলমলে রোদ ছড়ালেও দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ভ্যানের চালকসহ নিম্ন আয়ের মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেতুলিয়াসহ পঞ্চগড়ের আশপাশের এলাকায় দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ শুরু অব্যাহত রয়েছে। শুক্রবার দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সফিকুল আলম/এফএ/এএসএম

Read Entire Article