উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। দুদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে দুদিন ধরে দিনের তাপমাত্রাও কমছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনভর মেঘলা আকাশ ছিল। ঠিকমতো সূর্য আলো ছড়াতে পারেনি। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।
জেলা শহরের রামের ডাংগা গ্রামের মজনু মিয়া বলেন, হোটেলে কাজ করি। কাজে যোগ দিতে খুব সকালেই বাসা থেকে বের হতে হয়। গতকাল থেকেই ঠান্ডা বেড়েছে। সকাল থেকে কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। ঠান্ডার সময় আমাদের অনেক কষ্ট হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের তাপমাত্রা নেমে রেকর্ড করা হয় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা এবং হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে।
সফিকুল আলম/এফএ/এএসএম