পঞ্চগড়ে তাবলিগ জামায়াতের পাকিস্তানি শূরা সদস্যের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকার পুরাতন জামে মসজিদে তাবলিগ জামায়াতের শূরা সদস্য পাকিস্তানি নাগরিক আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মসজিদে বয়ানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, আব্দুল মান্নান পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন। তিনি এক বছরের জন্য বাংলাদেশে তাবলিগের কাজে এসেছিলেন। তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন। তাবলিগ জামাতের সাথী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ শালবাহান রোড মাদ্রাসায় রাখা হয়। পরে প্রশাসনের নির্দেশে মরদেহ পঞ্চগড়ে পাঠানো হয়। তেঁতুলিয়ার তাবলিগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হ

পঞ্চগড়ে তাবলিগ জামায়াতের পাকিস্তানি শূরা সদস্যের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকার পুরাতন জামে মসজিদে তাবলিগ জামায়াতের শূরা সদস্য পাকিস্তানি নাগরিক আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মসজিদে বয়ানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, আব্দুল মান্নান পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন। তিনি এক বছরের জন্য বাংলাদেশে তাবলিগের কাজে এসেছিলেন। তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন। তাবলিগ জামাতের সাথী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ শালবাহান রোড মাদ্রাসায় রাখা হয়। পরে প্রশাসনের নির্দেশে মরদেহ পঞ্চগড়ে পাঠানো হয়। তেঁতুলিয়ার তাবলিগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow