পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে

8 hours ago 7
বিদায় নিচ্ছে হেমন্তের কার্তিক মাস, বাড়ছে শীতের আমেজ। হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। এর আগের দিন রোববার (৯ নভেম্বর) সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সবুজ ঘাসে চিকচিক করছে শিশিরবিন্দু। সকালে মিষ্টি রোদে কুয়াশা ভেসে বেড়াচ্ছে প্রকৃতিতে। আগেরদিন দিনভর রোদে খানিকটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেমে আসে শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার, চাদর হাতে নিতে শুরু করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, হয়তো শীত এসে গেছে বোঝা যায়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজারে দেখা যাচ্ছে কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।  তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি দেশের শীতের জেলা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ রোববার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।
Read Entire Article