চট্টগ্রামের পটিয়ায় একটি দেশীয় তৈরি এলজিসহ মো. আব্দুল হামিদ (৩৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) পৌনে তিনটার দিকে পটিয়া থানার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা এবং একটি টিপছোড়া উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল হামিদ পার্শ্ববর্তী জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়ান্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। ধৃত সন্ত্রাসী আব্দুল হামিদ দীর্ঘদিন যাবত এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পটিয়াসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/

4 months ago
19









English (US) ·