পটুয়াখালীতে কাঁচামরিচের কেজি ৩৫০ টাকা

2 months ago 8

টানা বৃষ্টিপাতের কারণে পটুয়াখালীতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সাড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের নিউ মার্কেট, নতুন বাজার, পুরান বাজার, কলাতলা বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

Vegetables

বাজারে পেঁপে ৩০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, পটোল ৫০-৫৫ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও তাল বেগুন ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, গাজর ১০০-১৫০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, রেখা ৩৫-৪০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা ও টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে।

পুঁইশাক প্রতি আঁটি ৪০ টাকা, লাউ শাক ৫০ টাকা, শাপলা পাতা ও ঢেঁকি শাক ৩০ টাকা এবং কলমি শাক ৩০ টাকায় ৪ আঁটি বিক্রি হচ্ছে।

নিউমার্কেটে কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম মুন্সি বলেন, ‘অনেক জমির সবজি পচে গেছে। এখন বেশিরভাগ সবজি আনা হচ্ছে জেলার বাইরে থেকে। পরিবহন খরচও বেড়েছে, তাই দাম স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী।’

Vegetables

একই কথা বলেন ব্যবসায়ী মনির মিয়া। তিনি জানান, ‘গত সপ্তাহে যে সব পণ্য আমরা অল্প দামে বিক্রি করতাম এবার সেগুলো বেশি দামে কিনতে হয়েছে। বৃষ্টি কারণে স্থানীয় বাজারে সবজি আসছে না। এসব ভারত থেকে কেনা এজন্য দাম বেশি।’

চরপাড়া এলাকার বাসিন্দা অসীম মৃধা বলেন, ‘সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেক বেড়েছে। উত্তর অঞ্চলে বন্যা শুরু হয়েছে। ফলে সবজির দাম আরও বাড়বে।’

চৌরাস্তা এলাকার শিহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সপ্তাহের সবজির দাম বেশি। বৃষ্টির কারণে বাজারে স্থানীয় সবজি আসছে না। দাম বৃদ্ধিতে কেনাকাটা করতে একটু কষ্ট হচ্ছে।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জিকেএস

Read Entire Article