পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

4 weeks ago 12

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টায় মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আদনান হোসেন শাওন উপজেলার দেউলী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচিতে যোগদানের জন্য সুবিদখালীর তিন রাস্তার মোড়ে পৌঁছলে বিএনপির গাড়িবহরে অতর্কিতভাবে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় এ বছরের ২৬ আগস্ট পটুয়াখালীর কাজীপাড়ার মো. আলমগীর হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। একই সঙ্গে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫০-৬০ জনকে। তদন্তে ওই মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ওসি শামিম হাওলাদার কালবেলাকে বলেন, গাড়ি বহরের হামলার মামলায় তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Read Entire Article