ড. মিজানুর রহমান আজাহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে পটুয়াখালীতে জড়ো হয়েছেন। এতে চাপ বেড়েছে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে। সেখানে পাওয়া যাচ্ছে না কোনো ফাঁকা কক্ষ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে শহরে দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন। এতে ভিড় বেড়েছে শহরের সব স্থানে।
পটুয়াখালী হোটেল পার্কের ম্যানেজার আল আমিন বলেন, শুক্রবার দুপুর নাগাদ কোনো রুমই ফাঁকা নেই। এমনকি শহরের সব হোটেলই লোকে পরিপূর্ণ। বাসাবাড়িগুলোতে অতিথিদের আনাগোনা বেড়েছে বহুগুণ। স্থানীয় বাজারগুলোতে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজারে ক্রেতাদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে।
স্থানীয় পর্যায়ে মাহফিলের শেষ প্রস্তুতি দেখতে দলে দলে ভিড় করছেন সাধারণ মানুষ। বিভিন্ন পণ্যের পসরা সাজাতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন দোকানিরা। পাশাপাশি এত মানুষের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা।
বাজার করতে আসা ক্রেতা সেলিম বলেন, মাহফিল উপলক্ষে ১৫ জন অতিথি আমাদের বাড়িতে এসেছেন। তাদের খাবারের ব্যবস্থা করতে বেশ কিছু কেনাকাটা করতে হচ্ছে।
শনিবার (২৫ জানুয়ারি) মাহফিল অনুষ্ঠিত হবে এবং এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।