সত্য, সাহস, সুন্দরের অভিযাত্রায় তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় দৈনিক কালবেলা। এই উপলক্ষে পটুয়াখালীতে কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন রূপ নেয় বর্ণিল উৎসবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় জেলার অত্যন্ত দৃষ্টিনন্দন পায়রা সেতুর পাদদেশে মনোমুগ্ধকর পরিবেশে পায়রা নদীর পাড়ে তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়।
জেলা প্রতিনিধি ইশরাত লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওলিউল ইসলাম, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দুমকি উপজেলা সভাপতি এম আমির হোসাইন, প্রেস ক্লাব দুমকির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন।
অনুষ্ঠানে জেলার প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও আইনজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্দান্ত সব খবর প্রকাশের মাধ্যমে অতি অল্প সময়ে কালবেলা যেভাবে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে, ঠিক তেমনি আগামী দিনেও পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে পত্রিকাটি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার পটুয়াখালী জেলা প্রতিনিধি ইশরাত লিটন। আরও বক্তব্য রাখেন দৈনিক কালবেলার পটুয়াখালী জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি আরিফ হোসেন, জেলা অনলাইন প্রতিনিধি রাজিব দেবনাথ, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি ইলিয়াস হোসেন, বাউফল প্রতিনিধি এম এ বশার, গলাচিপা প্রতিনিধি সাকিব হাসান।