পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

2 months ago 6

পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউসুফ খন্দকার উপজেলার রাজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেএইচ খান লেলিন বলেন, ‘ইউসুফ খন্দকার বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। রাতে তার ডেঙ্গু শনাক্ত হয়। সকালে তার মৃত্যু হয়েছে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচজন ভর্তি রয়েছেন।’

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭ জন।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস

Read Entire Article