পটুয়াখালীর বাউফলে প্রশাসনকে রেড কার্ড প্রদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর শহরের বাউফল সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
সারা দেশের সঙ্গে বাউফলে গত ৫ আগস্টের পর থেকে ঘটে যাওয়া ধর্ষণ, যৌন হয়রানি, খুন, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, দখলদারত্বে ব্যর্থতার দায় চাপিয়ে শিক্ষার্থীদের ‘রেড কার্ড-রেড কার্ড প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে’ স্লোগানে স্লোগানে মিছিল বের হয়।
এটি বাউফল সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা চত্বর হয়ে পৌর সদরের প্রধান সড়ক ঘুরে ফের একই পথে থানা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এরপর থানা ক্যাম্পাসের সামনে রেড কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর তাসরীপ, মু. রাহাত, আয়শাতুননেছা, পলাশ প্রমুখ বক্তব্য দেন।