জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, জুলাই আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। পতনের পরও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এসব কথা বলেন।
তিনি বলেন, পতিত শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি দুর্বল করে দিয়েছিল। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার নেশা তাদের পেয়ে বসেছিল। আওয়ামী সরকার বিএনপি সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা, শত শত মানুষ নেতাকর্মীকে গুম করার মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিল।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের সব ষড়যন্ত্র রুখে দিতে অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ যেন আমাদের প্রতি বিরূপ ধারণা পোষণ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করা হয়।পথসভা শেষে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকার বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী , সদস্য সচিব নাজমুল হোসাইন, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলিমুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী।