পদ্মা থেকে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২

10 hours ago 5

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে এক হাজার ৪০০ লিটার সমপরিমাণের সাত ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ ঘটনায় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুই আসামিকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে দৌলতদিয়া দুই নম্বর ফেরিঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) এবং নাছির সরদার পাড়ার সাত্তার বেপারির ছেলে মো. হাবিল বেপারি (৩২)।

জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে দৌলতদিয়া দুই নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নৌপুলিশ। এ সময় একটি পুরোনো ট্রলার জব্দ করে তার মধ্যে থাকা সাত ব্যারেল চোরাই ডিজেল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুজনকে। তারা পুলিশকে তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে চলা বিভিন্ন বাল্কহেড ও ড্রেজার থেকে তারা তেলগুলো অবৈধভাবে সংগ্রহ করেছিল। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় চোরাচালান আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুই আসামিকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article