জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নান্দিনা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দুই বারের উপজেলা ভাইসচেয়ারম্যান ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মো. আতিক।
তিনি বলেন, ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আক্তারুজ্জামান বেলালের নাম না থাকলেও তার সংশ্লিষ্টতা রয়েছে। একারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা এবং বিএনপির অফিসসহ নেতাদের উপর হামলার ঘটনায় জামালপুরে এ পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।