শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করে শরীয়তপুরের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে থানার ভেতরে ওসি পারভেজ আহমেদ সেলিম মাসিক ভোজ সভার আয়োজন করেছিলেন। সরকারি অনুষ্ঠানের নামে সেই ভোজে অতিথি করা হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে। ভোজ সভার কয়েক ঘণ্টা পরই সমালোচনা ঝড় ওঠে। পরে শনিবার ভোরে ওই যুবলীগ নেতা মোক্তার ব্যাপারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ চরমে ওঠে। তারা বলেন, যাকে দুপুরে খাইয়েছেন, তাকেই রাতে গ্রেপ্তার— এটা শুধু আইন প্রয়োগ নয়; বরং নিজের দোষ ঢাকার প্রকাশ্য নাটক। এমন নাটক করে তিনি নিজের দায় আড়াল করতে পারেন না। এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার না হলে পুলিশের ওপর জনগণের আস্থা ভেঙে পড়বে।
ওসি পারভেজ আহমেদ সেলিম শুরুতে দাবি করেছিলেন, মোক্তার ব্যাপারী বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এবং পরবর্তী সময়ে সার্কেল এসপির নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশাসনের ভেতরে-বাইরে প্রশ্ন ওঠে, তাহলে কেন আগে থেকেই যাচাই হয়নি। কেন ভোজ সভায় পুলিশের উপস্থিতিতেই এক বিতর্কিত নেতাকে আসন দেওয়া হলো, এ আলোচনা-সমালোচনার মধ্যেই পারভেজ আহমেদ সেলিমকে সরিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে পুলিশ সুপার নজরুল ইসলাম কালবেলাকে বলেন, শনিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।