পদ্মার এক পাঙাশ অর্ধ লাখে বিক্রি

2 months ago 31

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর এক পাঙাশ মাছ বিক্রি হয়েছে ৫১ হাজার ৩০০ টাকায়। মাছটির ওজন ২৭ কেজি বলে জানা গেছে।

শনিবার (১৪ জুন) সকালে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি কিনে সিলেটের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। 

ওসমান নামের জেলের জালে মাছটি ধরা পড়ে। তিনি জানান, শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর কলার বাগান এলাকায় পদ্মা নদীর মোহনায় জাল ফেলেন। তার জালে একটি বড় পাঙাশ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া ঘাটে এনে সরাসরি শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাজাহান শেখের কাছে ১৮০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দেন।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ কালবেলাকে জানান, মাছটি ওসমানের জালে ধরার খবর পেয়ে তিনি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে আসতে বলি। এরপর তার কাছ থেকে সরাসরি ১৮০০ টাকা কেজি দরে কিনে নিয়ে সিলেটের এক মাছ ক্রেতার সঙ্গে ফোনে যোগাযোগ করি। এরপর তার কাছে ১৯০০ টাকা দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করি।

Read Entire Article