পদ্মার চরে দেখা মিলল রাসেল ভাইপার সাপ, অতঃপর...

1 hour ago 3

ফরিদপুরের পদ্মার চরে রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। জমিতে আগাছা নাশক স্প্রে করার সময় সাপটির দেখা পান সোহরাব বেপারি নামের এক চাষি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চর ‘দোলাই’-এ রাসেল ভাইপার সাপটির দেখা মেলে।

চাষি সোহরাব বেপারি বলেন, সকাল থেকেই পদ্মারচর দোলাইতে আমরা তিনজন মিলে আগাছানাশক স্প্রে করছিলাম। দুপুরের দিকে হঠাৎ করেই এ রাসেল ভাইপার সাপটি শব্দ করে এগিয়ে যেতে থাকে। তাকে দেখেই আমরা খুব ভয় পেয়ে যাই। এরপর আমাদের সঙ্গে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে সাপটিকে হত্যা করি।

তিনি আরও জানান, রাসেল ভাইপার সাপটি প্রায় পাঁচ ফিট লম্বা ওজনে কয়েক কেজি হবে। এ ছাড়া সাপটির পেট অনেক বড় দেখানোয় পেটে বাচ্চা আছে বলে ধারণা করা হয়। মৃত সাপটিকে প্রতিবেশী এলাকা চর মাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁর হাটে নিয়ে গেলে উৎসুক জনতা ঘিরে ধরে তা দেখতে থাকে।

Read Entire Article