পদ্মায় ধরা পড়ল ৯ কেজির চিতল

1 week ago 10
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ৯ কেজি ওজনের এক চিতল মাছ। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাটিতে কলাবাগান সংলগ্ন নদীতে জেলের জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার রেজাউলের মাছের আড়তে আনা হলে ওজন মেপে দেখা যায় ৯ কেজি। নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। তিনি ভিডিও কলে কুমিল্লার এক লন্ডনপ্রবাসী ক্রেতাকে মাছটি দেখান। প্রবাসী ক্রেতা ১৯ হাজার ৮০০ টাকায় চিতলটি কিনে নেন।  শাজাহান শেখ বলেন, পদ্মার চিতল মাছের স্বাদ অসাধারণ। বড় আকারের চিতলের বাজারে সবসময়ই বেশি চাহিদা থাকে। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন। বড় আকারের চিতল মাছ খুব কমই পাওয়া যায়। তাই এ ধরনের মাছ ধরা পড়লে তা দ্রুত বিক্রি হয়ে যায় এবং দামও বেশি পাওয়া যায়।
Read Entire Article