সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণ অধিকার পরিষদ নেতা

4 hours ago 5

দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রোববার (২৪ আগস্ট) ভোরে জেলার আমবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরপরই ফেসবুকে লাইভে যান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। 

লাইভে তিনি বলেন, দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গিয়েছে। গাড়ির প্রায় সব যাত্রী কম বেশি আহত হয়েছেন। আমি নিজেও আহত।

তিনি আরও বলেন, গাড়ি চালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।    
 

বিস্তারিত আসছে...

Read Entire Article