বিপাকে স্বরা ভাস্কর

4 hours ago 1
মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় গর্জে উঠলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। পর্দায় অভিনয়ের মুনশিয়ানার বাইরেও বারবার প্রমাণ করেছেন তিনি সামাজিক ইস্যুতেও নির্ভীক কণ্ঠস্বর। ফিলিস্তিন সংকটকে ঘিরে সাম্প্রতিক এক বিক্ষোভে অংশ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই সাহসী তারকা। খবর: দ্য স্টেটসম্যান এ বিষয়ে অভিনেত্রী বলেন, ইসরায়েলি সরকারের কার্যকলাপ গাজায় এক প্রকার গণহত্যা, যা শুধু ভূমি দখলই নয়; বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা। শান্তিপূর্ণ সেই বিক্ষোভে অংশ নিয়ে স্বরা বলেন, ‌‌‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেইসঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।’ হামাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।’ স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন। তার দাবি, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ। এদিকে ফিলিস্তিন ইস্যু নিয়ে আগাগোড়াই সরব স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু এ কারণে ভারতীয়দের কাছে বিপাকেও পড়েছেন এই সুন্দরী।
Read Entire Article