মুনিয়া আফরিনের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যঙ্গাত্মক ছবি ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুনিয়া আফরিন।
জিডিতে তিনি উল্লেখ করেন, তার নাম ও ছবি ব্যবহার করে খোলা কয়েকটি ফেসবুক আইডি দৃষ্টিগোচর হয়। যেগুলো একটাও তার ব্যক্তিগত না। সেসব আইডির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা ব্যবসায়িক ক্ষতির জন্য একটি মহল এ কাজ করছেন। এসব আইডির কোনো পোস্ট, কমেন্টস, ছবি ও ভিডিও প্রকাশের সঙ্গে ভুক্তভোগীর কোনো সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে মুনিয়া আফরিন কালবেলাকে বলেন, আমি আমার ব্যক্তিজীবনে কখনো কারোর কোনো ক্ষতি করিনি। পাশাপাশি কারো সম্মানহানি হয় এমন কোনো কাজের সঙ্গেও আমি জড়িত না। আমার নামে আইডি খুলে যেসব কুরুচিকর পোস্ট দেওয়া হচ্ছে সেগুলো দুঃখজনক। আমি দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি ব্যঙ্গ করে পোস্ট দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। সুতরাং তার মতো নেত্রীর ছবি নিয়ে যারা এমন ব্যঙ্গাত্মক পোস্ট করার সাহস দেখিয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, আমার ধারণা- আমাকে ব্যবসায়িকভাবে ক্ষতি বা ব্যক্তিগত সম্মানহানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল এ কাজ করছে। এ ঘটনায় আমি ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধানমন্ডি থানায় জিডি করেছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি তদন্ত করে তারা যেন অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মুনিয়া আফরিন ধানমন্ডি থানায় জিডি করেছেন। আমরা তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।