পদ্মায় ভাসছিল নারীর অর্ধগলিত মরদেহ

3 hours ago 4

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার পুরাতন লঞ্চঘাট থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে উপজেলার মহর আলী মাদবর কান্দি এলাকার নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

অর্ধগলিত হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি মধ্যবয়স্ক নারীর। তবে পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস

Read Entire Article