পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্তের ওপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (০৫ নভেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি ফওজে আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিম্যাল হাসব্যান্ড্রি (অনার্স) ডিগ্রি একত্র করে নতুনভাবে ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি’ নামে কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফসহ ক্ষতিগ্রস্ত কয়েকজন শিক্ষার্থী এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা (বাদল)।
আবেদনকারীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ‘পবিপ্রবি আইন, ২০০১’-এর ধারা ২০(ডি) অনুযায়ী একাডেমিক কাউন্সিল, রিজেন্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই নতুন কম্বাইন্ড ডিগ্রি প্রবর্তনের সিদ্ধান্ত নেয়, যা আইনবিরুদ্ধ।
আদালত প্রাথমিক শুনানি শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের পূর্বের নিয়ম অনুযায়ী তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আদালত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ৯ নভেম্বরের (রোববার) মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন, কেন একাডেমিক কাউন্সিলের ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না।
এ বিষয়ে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, কোনো শিক্ষার্থী যদি শুধু ডিভিএম বা এএইচ ডিগ্রি নিতে চায়, তাহলে তাকে সে সুযোগ দেওয়া হবে। কাউকে নতুন ডিগ্রি নিতে বাধ্য করা হবে না।’
পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা রিট খারিজের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। আপাতত ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।’
হাইকোর্টের এই আদেশে বিশ্ববিদ্যালয়ের নতুন কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে না।

6 hours ago
6









English (US) ·