জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সহ-অভিনেত্রী প্রসূন আজাদকে উদ্দেশ্য করে। প্রসূন সম্প্রতি অভিযোগ করেছিলেন যে, পরীমনি তাকে একটি ‘লোক দেখানো পার্টিতে’ দাওয়াত দিয়ে অপমান করেছেন এবং অনুষ্ঠানে ‘টাকা দিয়ে রাখা লোকজন’ অতিথিদের জিজ্ঞেস করছিলেন তারা কারা।
এই অভিযোগের জবাবে পরীমণি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আচ্ছা আপু, সত্যিই কি তোমার মনে হয় আমি তোমাকে ছোট ফিল করানোর জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে ইনভাইট করব? কখনোই না বোন।’
পরীমনি বলেন, অনুষ্ঠানে যারা ছিলেন তারা কেউ ভাড়াটে ছিলেন না; তারা কেবল নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছিলেন। তার ভাষায়, তারা আমি এবং আমার সমস্ত অতিথিদের সার্বিক নিরাপত্তা দিতেই গেটে ছিলেন। ভাবুনতো, ওনারা গেটে না থাকলে ওই ভিড় সামলানো যেত?

পরীমণি আরও জানান, তিনি প্রসূন আজাদকে অনেক শ্রদ্ধা করেন এবং তার জীবনের সংগ্রাম তাকে অনুপ্রাণিত করে। তিনি লেখেন, তুমি একজন পিওর সোল। তোমার বাচ্চাদের নিয়ে তোমার জার্নিটা সত্যিই আমাকে মুগ্ধ করে।
পোস্টের শেষে পরীমণি প্রসূনের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি খুবই দুঃখিত তোমার কাছে।’

4 hours ago
11









English (US) ·