পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

16 hours ago 2

বগুড়ার শাজাহানপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রবাসফেরত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী আবু জাফরকে (৫৫) আটক করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) শাজাহানপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম শরিফুন বেগম ওরফে রোকসানা (৪৫)। সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি জানান, শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আবু জাফর (৫৫) গত ১৭ বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। স্ত্রী শরিফুন দুই ছেলে এক মেয়ে নিয়ে গ্রামে বসবাস করেন। দুই মাস আগে আবু জাফর বাড়িতে আসেন। স্ত্রী তার অনুপস্থিতিতে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে তাকে সন্দেহ করেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জের ধরে গত ২৬ নভেম্বর আবু জাফর স্ত্রীকে মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় ওই রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। পরদিন সেখান থেকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে শরিফুন মারা যান। এ খবর পেয়ে আবু জাফর পালিয়ে যান। পরে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, নিহত শরিফুনের লাশ রাতেই পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা দায়ের হয়নি।

Read Entire Article