পরিচয় মিলেছে নিহত ৫ জনের

2 hours ago 3

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া পাটোয়ারী (২৪), পৌরসভার ফালগুন করা গ্রামের আবদুল মান্নান মজুমদারের স্ত্রী ও উদয় পাটোয়ারীর শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। আহতরা হলেন- উদয় পাটোয়ারী (৪৩), ছেলে সামাদ পাটোয়ারী (৪) ও শ্যালক সাহেদ মজুমদার লিসান (২২)।

জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারী মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে দেখা হচ্ছিল না। তাই স্বজনদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। 

আরও জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী (৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। পথে চৌদ্দগ্রাম থেকে উদয়ের মা রুমি বেগম ও বোন সাদিয়া আক্তার পাটোয়ারী এবং ফালগুনকরা থেকে শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী গাড়িতে উঠেন। পথিমধ্যে বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন। 

উদয়ের শ্বশুর আবদুল মান্নান মজুমদার বলেন, মেয়ের জামাইয়ের উদ্যোগে পরিবারের সদস্যরা কক্সবাজারে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চকরিয়ায় সড়ক দুর্ঘটনার খবর শুনেছি।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

Read Entire Article