পরিচয় মিলল বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির

12 hours ago 8

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) ভারতের ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে আটক বাংলাদেশিদের পরিচয় পাওয়া গেছে। একইসঙ্গে এদিন সিলেট-৪৮ বিজিবির পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটকরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জাফলং তামাবিল এলাকার মতিন মিয়ার ছেলে নয়ন (১৯), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব (১৯), একই উপজেলার গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোবারক (১৯), ইলাল মিয়ার ছেলে আরিফ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুল মিয়ার ছেলে রুবেল (২৫), গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের মো. আলীর ছেলে ইব্রাহিম (১৯), জৈন্তাপুরের বিল্লাল হোসেনের ছেলে রুহুল (২০), গুচ্ছগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে রনি (১৯) ও একই এলাকার বাসির মিয়ার ছেলে সোহাগ (১৯)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ২৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকির আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আটক করা হয়েছে। পরে তাদের ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। বর্তমানে ১৩ বাংলাদেশি ভারতের কারাগারে রয়েছেন বলে জানা গেছে। 

Read Entire Article