পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালককে বদলি

1 week ago 5

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে তাকে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর পরিচালক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক (ইংরেজি) কাজী মো. আবু কাইয়ুমকে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহে বদলি করা হলো।

তিনি আগামী ২৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। তিনি আবশ্যিকভাবে তার পিডিএসে লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এএএইচ/এমআরএম/এএসএম

Read Entire Article