পরিবার: সুনাগরিক ও সুশাসক তৈরির ভিত্তিমূল
ড. মাহরুফ চৌধুরী: মানবজীবনের প্রথম শিক্ষালয় হলো পরিবার। জন্মের পর থেকেই শিশু যেই পরিবেশে বড় হয়, সেটিই তার ব্যক্তিত্ব গঠনের প্রথম ও প্রধান ক্ষেত্র। পরিবারই সেই কেন্দ্র যেখানে চরিত্র, মূল্যবোধ, নৈতিকতা এবং মানবিক অনুভূতির বীজ রোপিত হয়। একজন মানুষের চিন্তাভাবনা, আচরণ, দায়িত্ববোধ, এবং ন্যায়ের প্রতি আনুগত্য এসবের গোড়াপত্তন হয় এই প্রাথমিক সামাজিক প্রতিষ্ঠানটিতে। জার্মান দার্শনিক [...]