পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট

2 months ago 7

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি বাড়িতে রাতের আঁধারে পরিবারের সকল সদস্যকে অচেতন করে নগদ টাকা ও সোনাসহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার হরিন্দি গ্রামের সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি রায় হিমাংশু শিখর রায়ের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

হিমাংশু শিখরের শ্যালক মনোরঞ্জন রায় বলেন, বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার পরে হিমাংশ বাবুর বাড়িতে গিয়ে দেখি বাড়ির সদর গেট ভেতর থেকে আটকানো। কিন্তু কাউকে ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। শুধু একটি ঘরের এক পাশের একটি দরজা খোলা ছিল। পরে বাড়ির ভেতরে গিয়ে দেখি, এক ঘরে রায় হিমাংশু শিখর এবং অন্য ঘরে তার ভাই কিশোর কুমার রায় মধু ও মধুর স্ত্রী চন্দনা রায় অচেতন হয়ে পড়ে আছেন। 

তিনি আরও বলেন, প্রত্যেকটি ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল। রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না। দুর্বৃত্তরা টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বর্তমানে অচেতন তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিশোর কুমার রায়ের ছোট মেয়ে অন্যনা রায় জানান, আমরা খবর পেয়ে বাবার বাড়ি গিয়ে দেখি আমার বাবা-মা ও জেঠু তিনজনই অচেতন। আমরা দ্রুত তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করি। এ তিন জনের মধ্যে আমার বাবা কিশোর কুমার রায় বেশি অসুস্থ। তবে তিনজনেরই জ্ঞান ফিরেছে কিন্তু কথা বলার অবস্থায় নেই। 

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, খবর শোনা মাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। বাড়ির সকল সদস্য অচেতন থাকার কারণে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article