শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি : ইসরায়েল

3 weeks ago 14

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি তাদের নিরস্ত্র না করে এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে গাজা সিটি ধ্বংস হয়ে যাবে। খবর রয়টার্সের।

তিনি বলেন, গাজা সিটির পরিণতি হবে রাফা এবং বেইত হানুন এর মতো, যেগুলো ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটিতে বড় আকারে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদনের পর এ মন্তব্য করেন কাটজ। তিনি বলেছেন, হামাসের শর্ত মেনে না চললে তাদের জন্য ‘নরকের দরজা’ খুলে যাবে।

কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল, যার মধ্যে অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহু জানান, তিনি সব জিম্মির মুক্তি এবং যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা শুরু করবেন, তবে তা ইসরায়েলের শর্তে হবে।

ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির ১০ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মতো পদক্ষেপ নেবে না।

জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে। ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে, এবং এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ১৯২ জন নিহত হয়েছে।

Read Entire Article