প্রথমে কী দেখছেন বলে দেবে আপনি কীভাবে চিন্তা করেন

3 hours ago 2
অপটিক্যাল ইলিউশনের সঙ্গে এখন অনেকেই পরিচিত। অপটিক্যাল ইলিউশন হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিওর একাধিক অর্থ, যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিভ্রম ছবি দেখলে তা সমাধানের চেষ্টা করেন। এতে অবশ্য মস্তিষ্কের বিকাশ ঘটে। এ ছাড়া চোখের দৃষ্টিশক্তিও যাচাই হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি দেখা যায়। এতে কেউ দেখছেন বয়স্ক দম্পতির মুখ আবার কারও চোখে ধরা পড়ছে তিনজন মানুষের মুখ। কিন্তু এই প্রথম দেখাতেই লুকিয়ে রয়েছে এক গভীর বার্তা। আপনি কী ধরনের মানুষ! অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নতুন কিছু নয়। আমাদের চোখ ও মস্তিষ্কের মধ্যে সমন্বয়ের ঘাটতি থেকেই তৈরি হয় এই বিভ্রম। তবে এমন অনেক ছবিই আছে, যেগুলো শুধু দৃষ্টিভ্রম তৈরি করে না, মানুষের মনোজগৎ ও ব্যক্তিত্বও উন্মোচন করে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটিও ঠিক তেমনই। অনেকে এটিকে নিছক বিনোদন মনে করলেও মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। অপটিক্যাল ইল্যুশন বা দৃষ্টিভ্রমের ছবি অনেক সময়ই আমাদের দেখার ক্ষমতা ও মানসিক দৃষ্টিভঙ্গির পরীক্ষা নেয়। আপনি একটি ছবিকে কীভাবে দেখছেন বা বুঝছেন, তা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই বলে দেয়। অনেক দৃষ্টিভ্রমের ছবি দুভাবে ব্যাখ্যা করা যায়, আবার কিছু ছবিতে একাধিক গোপন খুঁটিনাটি লুকিয়ে থাকে, যা খুঁজে বের করাই মূল চ্যালেঞ্জ। এমনই একটি ছবি হলো পাঁচজন মানুষের মুখ নিয়ে তৈরি একটি অপটিক্যাল ইল্যুশন, যেখানে বলা হয়—আপনি প্রথমে যার মুখ দেখেন, তা আপনার ব্যক্তিত্বের বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন, আপনি খুঁটিনাটিতে নজর দেন, নাকি বড় চিত্রটা দেখতে পছন্দ করেন। আপনি প্রথমে কাকে দেখেছেন? The Minds Journal-এ প্রকাশিত এই ছবিতে পাঁচজন মানুষের মুখ লুকিয়ে আছে। এটি মূলত পরীক্ষা করার জন্য বানানো হয়েছে—আপনি খুঁটিনাটিতে বেশি মনোযোগী কিনা। ছবির মধ্যে একটি বয়স্ক দম্পতির মুখ, সামনে একজন পুরুষ ও একজন নারীর মুখ এবং পেছনে আরেকজন নারীর মুখ লুকানো আছে। এই ছবি কী বোঝায়? আপনি প্রথমে যাদের মুখ দেখেছেন, সেটি আপনার ব্যক্তিত্বের কিছু দিক তুলে ধরে। ১. বয়স্ক দম্পতির মুখ যদি আপনি প্রথমে বয়স্ক নারী ও পুরুষের মুখ দেখে থাকেন, তাহলে আপনি জীবনের বড় চিত্রটা দেখতে পছন্দ করেন। আপনি তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামান না এবং স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। আপনি কৌশলীভাবে চিন্তা করেন এবং যেকোনো পরিকল্পনা বা লক্ষ্যভিত্তিক কাজে ভালো করেন। আপনি মাইক্রো ম্যানেজমেন্টে বিশ্বাস করেন না বরং পুরো টিম বা কাজের দিকটা সামগ্রিকভাবে সামলাতে পারেন—যা একজন ভালো নেতা বা ম্যানেজারের গুণ। ২. তিনজন মানুষের মুখ যদি আপনি প্রথমে বয়স্ক মুখের ভিতর লুকিয়ে থাকা সোমব্রেরো পরা নারী, গিটার বাজানো পুরুষ এবং গিটারিস্টের পিছনে থাকা পেছনের নারী—এই তিনজনকে দেখতে পান, তাহলে আপনি খুঁটিনাটিতে খুব মনোযোগী। আপনি আশপাশের জিনিস বা মানুষের আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং এমন অনেক কিছু দেখতে পান যা অন্যরা সহজে বুঝতে পারে না। আপনার চোখ থেকে খুব কম জিনিসই বাদ যায়, যত ছোট হোক না কেন। আপনি সবকিছু বিস্তারিতভাবে জানার চেষ্টা করেন এবং পরিকল্পনা করতেও পছন্দ করেন নিখুঁতভাবে। বাম বা ডান মস্তিষ্ক: কোনটি আপনার বেশি সক্রিয়? অনেক অপটিক্যাল ইল্যুশনের দাবি—আপনি কীভাবে একটি ছবি ব্যাখ্যা করেন, তা বলে দেয় আপনার মস্তিষ্কের কোন পাশ বেশি সক্রিয়। ধারণাটি হলো: বাম মস্তিষ্ক – সাধারণত বিশ্লেষণধর্মী, গুছানো এবং ভাষাভিত্তিক কাজে দক্ষ (যেমন: পড়া, লেখা, হিসাব) ডান মস্তিষ্ক – বেশি কল্পনাপ্রবণ, সৃজনশীল এবং দৃশ্যধর্মী চিন্তায় পারদর্শী এই থিওরি মূলত ১৯৬০-এর দশকে নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী রজার স্পেরি-এর গবেষণা থেকে জনপ্রিয় হয়। তবে ২০১৩ সালের একটি দুই বছরের গবেষণায় বলা হয়, এই ধারণার পেছনে সঠিক বৈজ্ঞানিক প্রমাণ নেই। গবেষণায় বলা হয়- মানুষ বাম-মস্তিষ্ক বা ডান-মস্তিষ্ক প্রধান হয়—এই ধারণার কোনও পরিষ্কার প্রমাণ মস্তিষ্ক স্ক্যান বা নিউরোইমেজিং-এ পাওয়া যায়নি। মস্তিষ্কের নির্দিষ্ট অংশ বিশেষভাবে সক্রিয় হতে পারে, কিন্তু পুরো মস্তিষ্কজুড়ে এমন কোনো বৈচিত্র্য পাওয়া যায়নি। অর্থাৎ, এই ধারণা অনেকটা সাধারণীকরণ, যার বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল। ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার কেন এত জনপ্রিয়? সাইকোলজিক্যাল টেস্ট বা অপটিক্যাল ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কারণ এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে ভাবার সুযোগও দেয়। অনেকেই বলেন, এগুলো নিছক মজা, আবার অনেকে বিশ্বাস করেন- অবচেতন মন সত্যিই কিছু ইঙ্গিত দেয়।  মনোবিজ্ঞানীরা বলেন, ‘আমাদের ব্রেন যখন অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কোনো ছবি দেখে, তখন যে উপাদান আগে শনাক্ত করে, তা আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার দিকে ইঙ্গিত দেয়।’   আপনিও কি নিজের উত্তর পেয়েছেন? এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার তারা কোন দলে?
Read Entire Article