পরিস্থিতি খুব খারাপ হতে পারে, কিউবাকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) তিনি সতর্ক করে বলেন, কিউবা যদি এখনই চুক্তিতে না আসে, তাহলে তাদের জন্য পরিস্থিতি খুব খারাপ হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলা থেকে কিউবার দিকে তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, কিউবার জন্য আর কোনো তেল বা টাকা যাবে না—একদম শূন্য। আমি জোর দিয়ে বলছি, এখনই চুক্তি করো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর এই মন্তব্য করলেন ট্রাম্প। ওই অভিযানের সময় ভেনেজুয়েলা ও কিউবার কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়। ট্রাম্প আরও বলেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থ পেয়েছে। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার শাসকদের নিরাপত্তা দিয়েছে। তবে এখন আর এই ব্যবস্থা চলবে না বলে তিনি জানান। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, সাম্প্রতিক অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা বেশিরভাগ কিউবান সদস্য নিহত হয়েছে। ভেনেজুয়েলার আর তাদের সুরক্ষার প্রয়োজন নেই। উল্লেখ্য,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) তিনি সতর্ক করে বলেন, কিউবা যদি এখনই চুক্তিতে না আসে, তাহলে তাদের জন্য পরিস্থিতি খুব খারাপ হতে পারে।
ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলা থেকে কিউবার দিকে তেল ও অর্থের প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, কিউবার জন্য আর কোনো তেল বা টাকা যাবে না—একদম শূন্য। আমি জোর দিয়ে বলছি, এখনই চুক্তি করো।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর এই মন্তব্য করলেন ট্রাম্প। ওই অভিযানের সময় ভেনেজুয়েলা ও কিউবার কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়।
ট্রাম্প আরও বলেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থ পেয়েছে। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার শাসকদের নিরাপত্তা দিয়েছে। তবে এখন আর এই ব্যবস্থা চলবে না বলে তিনি জানান।
মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, সাম্প্রতিক অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা বেশিরভাগ কিউবান সদস্য নিহত হয়েছে। ভেনেজুয়েলার আর তাদের সুরক্ষার প্রয়োজন নেই।
উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবা ২০০০ সালের পর থেকে ভেনেজুয়েলার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এই তেল সরবরাহ শুরু হয়েছিল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের সময় করা এক চুক্তির মাধ্যমে। সূত্র : এএফপি
What's Your Reaction?