ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে শাহারিয়ার হিমেল (২২) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক।
মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় পরীক্ষারত অবস্থায় টিএসসিসি থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, হিমেল বিভাগের ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসেছিলেন। আন্দোলনের সময় ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক থাকাকালীন বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছি। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইরফান উল্লাহ/আরএইচ/জিকেএস