পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ শিক্ষার্থীর শাস্তি

1 month ago 29
পরীক্ষায় অদুপায় অবলম্বন করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বিশ্ববিদ্যালয়টির উপাদানকল্প ও অধিভুক্ত কলেজগুলোর ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে প্রশাসন।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শাস্তি হিসেবে, বিষয়ভেদে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া থেকে তাদের বিরত রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪৮ জন, উপাদানকল্প কলেজের দুজন ও অধিভুক্ত কলেজগুলোর ৪৯ জন শিক্ষার্থী রয়েছেন।  এ ছাড়া অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ১৮ বহিষ্কৃত শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ঢাকা কলেজের তিনজন, ইডেন মহিলা কলেজের তিনজন, সরকারি তিতুমীর কলেজের একজন, সরকারি বাঙলা কলেজের চারজন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুজন ও কবি নজরুল সরকারি কলেজের দুজন ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের তিনজন শিক্ষার্থী রয়েছেন।
Read Entire Article