চিত্রনায়িকা পরীমণি যেন এক স্বপ্নসুন্দরী। মাঝেমধ্যেই দারুণ সব ছবি স্যোশার মিডিয়ায় প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেন তিনি। এবার দেশিয় ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে স্নিগ্ধ রুকে হাজির হলেন এ তারকা।
জামদানির আভিজাত্যে ভিন্ন মাধুর্যতায় ধরা দিয়েছেন পরী।
পরীমণি জামদানির ক্ষেত্রে বেছে নিয়েছেন সোনালী রঙ। সঙ্গে সোনার নান্দনিক ডিজাইনের গয়না যেন পরীর রূপের আভিজাত্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
পরীর নতুন এই... বিস্তারিত