পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

2 weeks ago 16

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন করে চুক্তি বাড়িয়েছেন পর্তুগালের তারকা ডিফেন্ডার রুবেন দিয়াস। 

২০২০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা ছেড়ে ৬ কোটি ২০ লাখ পাউন্ডে ম্যানসিটিতে যোগ দেন দিয়াস। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল তার। সেই চুক্তি শেষ হওয়ার আগেই মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

ক্লাবটির জার্সিতে বেশ সফল দিয়াস গত পাঁচ বছরে চারটি লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লীগ এবং এফএ কাপ জিতেছেন। নতুন চুক্তিতে উচ্ছ্বসিত দিয়াস বলেন, ‘আমি আসলেই অনেক খুশি। আমি এই ক্লাবকে অনেক ভালোবাসি। এটি এখন আমার বাড়ি। আমি ম্যানচেস্টার সিটির ভক্তদের ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘এই ক্লাবের হয়ে জয় করা ট্রফি এবং এখানে খেলা ফুটবল সম্পর্কে চিন্তা করলে আমি অন্য কোথাও খেলার কথা কল্পনাও করতে পারি না।’

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ২০২০-২১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন দিয়াস। 

Read Entire Article