পলায়ন উদযাপনের প্রতীকী ‘হেলিকপ্টার বেলুনে’ আগুন লাগে যেভাবে

1 month ago 7

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চলছে অনুষ্ঠান।

অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন উদযাপনে প্রতীকী ‘হেলিকপ্টার’ বেলুন ওড়ানোর সময় ছিল দুপুর ২টা ২৫ মিনিট। এর আগে দুপুর সোয়া ২টার দিকে বেলুনগুলো দর্শকদের হাতে দেওয়ার ঘোষণা দেওয়া হয় মঞ্চ থেকে।

পাঁচ মিনিট পর হঠাৎ দর্শকদের মধ্য থেকে একজন গ্যাস লাইটার দিয়ে বেলুনে আগুন দেয়। এরপর গ্যাস বেলুনে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন দগ্ধ হন। এসময় একটি বেলুনের ফুলকি উড়ে সাউন্ড স্পিকারের ক্যাবলে পড়ে আগুন ধরে যায়। প্রায় মিনিট তিনেক পর একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়। এসময় দর্শকরা হাত তালি দেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, এ ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ দশজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিকেল সোয়া ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঘটনায় এখন পর্যন্ত দশজন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের পোড়ার ক্ষত রয়েছে, তবে সবাই মাইনর।

দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩), মিহাত (১৭)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সোয়া ২টার দিকে স্বৈরাচারের পলায়নের প্রতীকী হেলিকপ্টার হিসেবে সবুজ রঙের বেলুন ওড়ানো হচ্ছিল। বেলুনের একপাশে আওয়ামী লীগের লোগো ছিল। হঠাৎ একজন গ্যাস লাইটার দিয়ে বেলুনে আগুন দেয়। এরপর গ্যাস বেলুনে আগুন লেগে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ হন।

তখন স্টেজে গান থামিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে নিতে দেখা যায়। আগুন খুবই অল্প সময় স্থায়ী ছিল। এসময় উদযাপন মঞ্চ ও আশপাশে হইচই লেগে যায়। তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন সঞ্চালকরা। ঘটনার পরপরই দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তারা।

টিটি/এমএএইচ/এএসএম

Read Entire Article